Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যীশু আমাকে অ্যাটিটিউড দেখিয়েছিলো বললেন বিদ্যা বালান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মে, ২০২০, ৫:২৬ পিএম

করোনার বিস্তার ঠেকাতে প্রেক্ষাগৃহে ঝুলছে তালা। এমন পরিস্থিতিতে বড় পর্দায় কোনও ছবির মুক্তি সম্ভব নয়। আর সেকারণেই বিকল্প পথে হাটছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। কেউ কেউ বেছে নিচ্ছেন জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্মগুলো। সেই ধারাবাহিকতায় অ্যামাজন প্রাইমে মুক্তি পেতে যাচ্ছে যীশু সেনগুপ্ত ও বিদ্যা বালান অভিনীত ´শকুন্তলা দেবী´।

ছবিটি বড় পর্দায় মুক্তির কথা থাকলেও করোনা সঙ্কটে তা আটকে গেছে। তবে আর্থিক ক্ষতির বিবেচনায় অনলাইনে মুক্তির বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রচারণায় নেমেছে ´শকুন্তলা দেবী´র টিম।

শুক্রবার (১৫ মে) ছবিটির প্রধান দুই চরিত্র যীশু-বিদ্যা ইন্সটাগ্রাম লাইভে যুক্ত হয়েছিলেন। সেখানে তাদের কথায় উঠে এসেছে ছবি নির্মাণের নেপথ্যের কাহিনী। সঙ্গে দু´জনে মেতেছিলেন খুনসুটিতে। লাইভ ভিডিওটি এখন অন্তর্জালে ঘুরে বেড়াচ্ছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, গড় গড় করে বাংলা বলছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। বেশিরভাগ সময়ই বাংলায় কথা বলার চেষ্টা করছিলেন তিনি। অন্যদিকে যীশু নিজের ভাষায় কথা বলেছেন।

এ সময় মজার ছলে যীশুর দিকে অভিযোগের তীর ছুড়ে দিয়ে বিদ্যা বলেন, পরিচালক সুজেয় ঘোষ যখন যীশুর সঙ্গে তার পরিচয় করে দিচ্ছিলেন, তখন নাকি নায়িকার সঙ্গে কথা বলা দূরের কথা এক চিলতে হাসি দেখা যায়নি তার ঠোঁটে। যীশু আমাকে অ্যাটিটিউড দেখিয়েছিলো বলে জানান বিদ্যা।

´শকুন্তলী দেবী´র গল্পে বিদ্যা বালানকে দেখা যাবে ভারতের প্রথম মহিলা গণিতবিদ এর ভূমিকায়। এতে তার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত।

যীশু-বিদ্যার আড্ডার ভিডিওটি দেখুন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ